কেরানীগঞ্জে বিপজ্জনক কেমিকেল গোডাউনের ছড়াছড়ি, প্রশাসনের নজরদারির অভাব

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের আনাচে কানাচে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে শত শত কেমিকেল গোডাউন। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় এসব গোডাউন পরিচালিত হচ্ছে, যা স্থানীয়দের জন্য তৈরি করছে চরম বিপদের আশঙ্কা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনের পর দিন এইসব গোডাউনে দাহ্য ও বিষাক্ত কেমিকেল মজুত করা হচ্ছে। অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবুও প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না কার্যকর কোনো উদ্যোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমাদের ঘরের পাশেই বিশাল কেমিকেল গোডাউন। রাতে ঘুমাই আতঙ্ক নিয়ে। আগুন লাগলে আমরা পালানোরও সুযোগ পাব না।”
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বাণিজ্যিকভাবে কেমিকেল মজুত রাখা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়ানক হুমকি। এছাড়া যেকোনো দুর্ঘটনা পুরো এলাকা ধ্বংস করে দিতে পারে।
প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কীভাবে এসব গোডাউন বছরের পর বছর ধরে চলছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ‘আমরা কিছু অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কথা যতই বলা হোক, বাস্তবে কেরানীগঞ্জে এখনো চোখে পড়ে না কোনো কঠোর পদক্ষেপ বা অভিযান। ফলে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছেই।
স্থানীয়রা দাবি করেছেন, অবিলম্বে এসব অবৈধ কেমিকেল গোডাউন সরিয়ে নিয়ে নির্দিষ্ট শিল্পাঞ্চলে স্থানান্তর এবং কঠোর নজরদারির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কোনো বড় বিপর্যয় না ঘটে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত