জাজিরায় বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি: শরিয়তপুরের জাজিরা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন হক শিকদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন,জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ মাদবর, জাজিরা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক সানজিত মাহমুদ সুজন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ রেজা শিহাব, উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজসেবক, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
বিজয় দিবসের মাসকে সামনে রেখে জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আত্মনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন কামরুল হাসান সোহেল। নিরাপত্তা সড়ক ব্যবস্থার পাশাপাশি প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য এনজিও কর্মীদের বেশি পরিমাণ সার বীজ বিভিন্ন উৎপাদন অর্থ সহায়তা প্রদান সহ কৃষিঋণ দেয়ার আহ্বান জানান ইউএনও কামরুল হাসান সোহেল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত