জাজিরা সাব-রেজিস্ট্রি অফিসের সাংবাদিকদের উপর দালালদের হামলা
রতন আলী মোড়ল, জাজিরা (শরীয়তপুর) জেলা প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও নাইট গার্ডের সহযোগিতায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের লাগামহীন দুর্নীতির অনুসন্ধানে গেলে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের নির্দেশে স্থানীয় প্রভাবশালী দালালচক্র কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২-নভেম্বর) সন্ধ্যা সারে ছয়টার দিকে সাংবাদিকদের উপর এই হামলা করে স্থানীয় প্রভাবশালী দালাল ৬টি মামলার আসামি রওনক মুন্সি(৩০) ও তার সহযোগীরা। এই ঘটনায় জাজিরা থানায় মঙ্গলবার রাতে একটি সাধারণ ডায়েরি করেছে জাজিরা প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এবং জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার জাজিরা প্রতিনিধি মোঃ ইমরান হোসাইন।
জানা যায়, জাজিরা সাব-রেজিস্ট্রি অফিসের লাগামহীন দুর্নীতির অনুসন্ধান করে যাচ্ছে স্থানীয় সংবাদকর্মীরা। এমনকি ইতিপূর্বে জাজিরা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক দূর্নীতি ও অনিয়মের বিষয়ে সংবাদও প্রকাশ করা হয়। যার ফলে ইতিপূর্বেই কয়েকজন স্থানীয় দালাল সাংবাদিকদের সাব-রেজিস্ট্রি অফিসের নিউজ করতে নিষেধ করে।
মঙ্গলবার পূণরায় ঘুষ গ্রহনের প্রমান নিয়ে সাংবাদিকরা সাব-রেজিস্ট্রি অফিসে বক্তব্য নিতে গেলে স্থানীয় প্রভাবশালী দালাল রওনক মুন্সি ও তার সহযোগীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালায় উপস্থিত সাংবাদিকদের উপর। এসময় তাদের হামলায় আহত হয় যায়যায়দিন প্রতিনিধি মোঃ ইমরান হোসাইন, ভোরের পাতা প্রতিনিধি শাওন বেপারি ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি হিমেল আহমেদ অপি।
এদিকে এই ঘটনায় জাজিরা প্রেসক্লাবসহ শরীয়তপুর ও জাজিরার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং শরীয়তপুরে কর্মরত মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছে প্রশাসনের প্রতি।
হামলার স্বীকার স্থানীয় সাংবাদিক মো. ইমরান হোসাইন জানান, আমরা আমাদের নিয়মিত অনুসন্ধানের অংশ হিসেবে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের কর্তৃক ঘুষ গ্রহণের একাধিক প্রমান নিয়ে তাদের বক্তব্য নিতে গেলে তাদের নির্দেশে সাব-রেজিস্ট্রি অফিসের স্থানীয় দালাল রওনক মুন্সি ও তার সহযোগীরা হামলা চালায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং এই হামলার ঘটনায় হামলার স্বীকার সাংবাদিক মোঃ ইমরান হোসাইন কর্তৃক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য: রওনক মুন্সি এর আগে একাধিক সাংবাদিকের উপর একইভাবে হামলা চালিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় প্রভাব খাটিয়ে উপজেলায় বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্নজনের কাছে চাঁদাবাজি ও হুমকি-ধামকীর অভিযোগ রয়েছে। এমনকি পুলিশের সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের প্রায় ছয়টি মামলার রেকর্ড পাওয়া যায়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত