হোয়াইটওয়াশের অপেক্ষায় দেশ
আরেকবার কি বাঘের গর্জন হবে? আরেকবার কি বিজয়ের পতাকা উড়াবে বাংলাদেশ। যদি সত্যিই তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারাতে পারে তাহলে ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে যাবে মিরাজ, সাকিব, লিটন, মোস্তাফিজদের নাম।
চট্টগ্রামের জহুর আহমেদে দুপুরে ১২টায় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার কি ভারতের পালা?
২০১৫ সালে একই অবস্থানে ছিল বাংলাদেশ। মিরপুরে দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল অতি সহজেই। কিন্তু মাশরাফির দল শেষ ওয়ানডেতে হারাতে পারেনি মাহেন্দ্র সিং ধোনির দলকে। এবার তামিমের ইনজুরিতে অন্তবর্তীকালীন অধিনায়ক লিটন। তার হাত ধরে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সিরিজ।
চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের পয়মন্ত ভেনু্য। পয়মন্ত এই ভেনু্যতে ভারতকে হোয়াইটওয়াশ করার সূবর্ণ সুযোগের হাতছানি বাংলাদেশের। সেই অপেক্ষাতেই গোটা দেশ।
রোহিত শর্মার উপস্থিতিতেই দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক তৃতীয় ওয়ানডেতে নেই। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই বড় সুযোগ তৈরি করেছে। কিন্তু কারো উপস্থিতি-অনুপস্থিতি নিয়ে চিন্তা না করে বাংলাদেশ নিজেদের খেলায় বেশি মনোযোগী।
বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট যেভাবে বললেন,‘রোহিত না খেলায় অবশ্যই আমাদের ভালো সুযোগ আছে। সে নিঃসন্দেহে অসাধারণ একজন বৈচিত্রপূর্ণ খেলোয়াড়। খুব অবাক হয়েছিলাম দ্বিতীয় ওয়ানডেতে সে আগে ব্যাটিংয়ে নামেনি। একটি বলের অভাব অনুভব করেছে সে। তবে আমরা প্রতিপক্ষের থেকে নিজেদের নিয়ে মনোযোগী। প্রতিপক্ষকে নিয়ে আমরা চুলছেড়া বিশ্লেষণ করেছি। আমরা খেলোয়াড়দের এমন একটি অবস্থানে নিয়ে এসেছি যেখানে তারা নিজেদের স্কিল ব্যবহার করে শুধু জয়ের চিন্তা করতে পারে।’
বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউ জিল্যান্ডকে দুইবার ও পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। এছাড়া জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করার রেকর্ডও আছে। তবে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হবে বলেই মনে করছেন ম্যাকডারমট।
‘কাজটা এখনও শেষ হয়নি। আমরা কখনোই আন্তর্জাতিক ম্যাচ হালকাভাবে নেই না। এই দলটা ৩-০ ব্যবধানে কখনও ভারতকে হারায়নি। এটাই আমাদের বড় লক্ষ্য। আমরা যখন ৩-০ ব্যবধানে জিতবো, তখন অবশ্যই নিজেরা গর্ব খুঁজে পাবো। এর আগে পাকিস্তান, নিউ জিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম।’
হোয়াইটওয়াশ অসম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে টানা ম্যাচ জিততে নিজেদের স্নায়ু স্থির রাখার পাশাপাশি সেরা ক্রিকেট খেলতে হবে। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কি বাংলাদেশের পালা?
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত