ধাওয়ানের বিদায়, ভারতের হাল ধরেছেন কিশান-কোহলি
প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে ফিল্ডিং করছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান। ব্যাট করছেন ইশান কিশান (৩৯) ও বিরাট কোহলি (১০)
শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পঞ্চম ওভারে নিজের প্রথম বলে ধাওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আগের দুই ম্যাচের জয়ের নায়ক মিরাজ। মিরাজের স্লাইড করা বলটা কিছু বুঝে ওঠার আগেই পায়ে এসে লাগে ধাওয়ানের। লেগ বিফোরের আবেদন করলে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। পরে বাংলাদেশ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
ভারত একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত