ফেসবুকে বড় নেতা হওয়ার দিন শেষ: ইঞ্জিনিয়ার মাসুম

| আপডেট :  ২১ জানুয়ারি ২০২৩, ০৭:১০  | প্রকাশিত :  ২১ জানুয়ারি ২০২৩, ০৭:১০

আল আমিন কবির, সোনারগাঁ নারায়ণগঞ্জ: ফেসবুকে বড় নেতা হওয়ার দিন শেষ, যারা দলের দু:সময়ে জেল জুলুম খেটে ছিল তারাই আওয়ামী লীগের পদপদবি পাবে। ফেসবুকে রাজনীতি আমরা বিশ্বাস করি না, ফেসবুকে বড় নেতা হওয়ার দিন শেষ এবং অচিরেই সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে জানান সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম।

শনিবার (২১ জানুয়ারি ) বিকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলন কে সফল করতে ৯ টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন।

মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ছোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি আওয়ামী লীগ নেতা মো: জামানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফজুর রহমান কালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা: আবু জাফর চৌধুরী বিরু, আওয়মী লীগ নেতা মনির হেসেন, মোগড়াপাড়া ইউনিয়ন চেয়্যারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, যুবলীগ সহসভাপতি আরমান মেরাজ, সাবেক ছাএলীগ সভাপতি রাসেল মাহমুদ,সোনারগাঁ উপজেলা ছাএলীগের সভাপতি হাসান রাসেদ, প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত