ঘোষণা ছাড়াই এমবাপ্পের কাছে নেতৃত্ব হারালেন পিএসজি ডিফেন্ডার

| আপডেট :  ২৬ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫  | প্রকাশিত :  ২৬ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫

ফ্রান্স কাপের ম্যাচ সোমবার রাতে পেস ডি ক্যাসলের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে পিএসজি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একাই পাঁচ গোল করেছেন। চতুর্থ বিভাগের দলের বিপক্ষে ফ্রান্সম্যান এমবাপ্পের ক্ষমাহীন ম্যাচে ঘটেছে একটি বিতর্কিত ঘটনা।

পিএসজির নিয়মিত অধিনায়ক ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনোস। কিন্তু ফ্রান্স কাপের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। তার বিশ্রাম বা অনুপস্থিতিতে এতোদিন পিএসজি’র আর্মব্যান্ড পরেছেন সহ-অধিনায়ক প্রিন্সেল কিম্পেম্বে।

কিন্তু পেস ডি ক্যাসলের বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড পরে নামেন দলটির তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। কাতার বিশ্বকাপ মাতানো এমবাপ্পের কাঁধে দলের নেতৃত্বভার থাকলে কিম্পেম্বের অসুবিধা নেই। তবে সেটা যথাযথ পক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে এমনই ইঙ্গিত করেছেন ফ্রান্স ও পিএসজির সেন্ট্রাল ডিফেন্ডার।

ইনস্টাগ্রামে কিম্পেম্বে লিখেছেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে অনেক কিছু শুনেছি এবং পড়েছি। এই বিষয়ে যাতে মিথ্যা না ছড়ায় সেজন্য আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমি (নেতৃত্ব না দেওয়ার) বিষয়টি জানতাম না। যা ছড়াচ্ছে (নেতৃত্ব থেকে সরে যাওয়া) তা একেবারেই মিথ্যা। তবে আমি ক্লাবের সিদ্ধান্তকে সবসময়ই সম্মান করি।’

পিএসজি’র ২৭ বছর বয়সী ডিফেন্ডার চলতি মৌসুমের অধিকাংশ সময়ই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। কাতার বিশ্বকাপেও তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের সেজন্য হয়তো এমবাপ্পেকে আর্মব্যন্ড দিয়েছিলেন। সিদ্ধান্তটা পুরোপুরি পিএসজি কোচের বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত