ম্যাচের আগে ভক্তের আবদার পুরণ করলেন সাকিব
বিশ্বের সেরা অলরাউন্ডারের মুকুট কয়েকবার উঠেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের মাথায়। বাংলাদেশের সেরা খেলোয়াড়ের নাম ভাবতেই সবার আগে চলে আসে তার নাম। অনেক তরুণের স্বপ্ন সাকিব আল হাসানের মতো মিস্টার পারফেক্ট হয়ে ওঠা।
আর সেই বিশ্বসেরা খেলোয়াড়কে একনজর দেখার জন্য অনেকেই করেন অনেক কাণ্ড। আর প্রিয় খেলোয়াড়ের সাথে সামান্য মুহূর্ত ক্যামেরাবন্দী করতে পারলে তো কথায় নেই। তবে বিভিন্ন সময় এই সেলফি কাণ্ড নিয়ে বিতর্কে এসেছিলেন পোস্টার বয় সাকিব।
কিন্তু এবার বিপিএলে সিলেট আসরে সাকিব তার এক ভক্তের সেলফির অনুরোধ খুব সহজেই মেনে নিলেন। আর ভক্ত সাকিবের সাথে নিজেকে ক্যামেরাবন্দী করতে পেরেও উচ্ছ্বসিত।
সিলেটে বরিশালের ম্যাচ শুরুর আগে এক ভক্ত প্ল্যাকার্ডে ‘সাকিব দয়াকরে আমার সাথে একটা সেলফি উঠান’ নিয়ে দাঁড়িয়েছিল দর্শক সারিতে। সাকিবের নজরে আসে সেটি। তারপর ফু’জনে বন্দী হন এক ফ্রেমে।
ছবিটি শেয়ার করে বদরুদ্দোজা চৌধুরী দোহা নামের এক ফেসবুক ব্যাবহারকারী লিখেছেন, ‘সাকিব যখন আমার প্লেকার্ড টা দেখলেন তখন বললেন ছবি এখন নিবা না ম্যাচ পরে নিবা। তখন আমি বললাম ভাই এখন নেই। তারপর একটা হাসি দিলেন। সাকিব আলা হাসানের ভক্ত হিসেবে এটি আমার জীবনের সেরা মুহূর্ত’।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত