মাশরাফিদের খেলা চলাকালীন মাঠে ঢুকলেন দর্শক
মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। মাশরাফি কিংবা সাকিবদের ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা আরও নিয়মিত। এবারের বিপিএলেও মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। বিপিএলের চট্টগ্রাম পর্বে মাশরাফিকে জড়িয়ে ধরতে এক দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন।
এবার বিপিএলের সিলেট পর্বে মাশরাফিদের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক দর্শক। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফির দল সিলেট। ম্যাচে প্রথমে সিলেট স্ট্রাইকার বোলিং করেছে। প্রথম ইনিংস চলাকালীন ওই দর্শক মাঠে ঢুকে পড়েন।
গ্যালারির বেড়া পেরিয়ে ভেতরে ঢুকে পড়লেও ওই দর্শক মাঠে ঢুকে খেলা বন্ধ করতে পারেননি। কারণ মাঠে প্রবেশ করার পরপেই তাকে ধরে ফেলেন মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা লোকজন।
আট ম্যাচ খেলে ছয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা সিলেটের বিপক্ষে এদিন চট্টগ্রাম শুরুতে ব্যাট করে ১৭৪ রানের ভালো সংগ্রহ পেয়েছে। ওপেনার মেহেদি মারুফ ফিফটি পেয়েছেন। অধিনায়ক ও মিডল অর্ডার ব্যাটার শুভগত হোম চৌধুরী ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত