শাস্তি পেলেন সোহান

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৩, ১০:২৯  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৩, ১০:২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলছে। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দলের বড় জয়ের দিনে শাস্তি পেয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধীতা করে এই শাস্তি পেলেন তিনি।

সিলেট ইনিংসের শেষ ওভারে রবিউল ইসলামের একটি বলে আম্পায়ার ‘নো’ ডাকলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সোহান। বেশ কিছুক্ষণ তিনি দুই আম্পায়ারের সঙ্গে তর্ক করেন। তখন তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় রংপুরের পাকিস্তানি পেসার হারিস রউফকেও।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভেঙে লেভেল ওয়ান শাস্তি হিসেবে সোহানকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সোহান। রউফকে সতর্ক করা হয়েছে, দেওয়া হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট। সোহান ও রউফ দুজনেই নিজেদের শাস্তি ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত