ইঞ্জিনিয়ার মাসুমের মেয়ে মার্জিয়া রহমান দিয়া (জেরিন)এইচএসসিতে জিপিএ- ৫
আল আমিন কবির, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়্যারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদূর রহমান মাসুমের বড় মেয়ে মার্জিয়া রহমান দিয়া (জেরিন) এর এইচ,এস,সি,তে জিপিএ ৫ লাভ করায়- মহান আল্লাহ তাআলার অশেষ রহমত কামনা করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম
মার্জিয়া রহমান দিয়া( জেরিন)এইচ,এস, সি তে মানবিক বিভাগ থেকে জি.পি.এ ৫ পেয়েছে বলে সূএমতে জানা যায় তাই দেশবাসী তথা সোনারগাঁ বাসীর কাছে দোয়া কামনা করেন।
মার্জিয়া রহমান দিয়া জেরিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পরিবারের সকলে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত