সোনারগাঁয়ের কিশোরী সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণ, রাজবাড়ী থেকে উদ্ধার
আল আমিন কবির, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কিশোরী সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকা থেকে ০১ মাস পূর্বে অপহৃত কিশোরী (১৩) রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা নামক প্রত্যন্ত চরাঞ্চল থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনা ঘটে গত (৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় নজরুলের বাড়ির সামনে। এ ঘটনায় অপহৃত কিশোরী বাবা সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা গ্রাম থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত অপহরণকারী রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা গ্রামের সুজন মানিকের ছেলে সোহান (২২) একই এলাকার রশন আলীর ছেলে রাশেল (৩৫)।
অপহৃতা কিশোরী সোনারগাঁ উপজেলার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী একই উপজেলার দৌলরুদী গ্রামের শাহ্ কামালের মেয়ে মাহিমা (১৩)। সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার নজরুলের বাড়িতে ভাড়া থাকেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এস.আই/ ইয়াউর রহমান জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে একটি দল (১০ ফেব্রুয়ারি) শুক্রবার দিনভর রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরনকারী চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত