সোনারগাঁয়ে জামায়াত বিএনপির নৈরাজ্য’র প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশ

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫২  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫২

আল আমিন কবির, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: বিএনপি জামায়েতের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের পদযাত্রা প্রতিরোধে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল বাসষ্ট্যান্ডে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটিপিরোজপুর পার্টি অফিস থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে পার্টি অফিসে এসে শেষ হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ আহম্মেদ, আবু সাইদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ডা: আতিকুল্লাহ, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন, আবু হানিফ, মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা আনিসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে নেতারা বলেন, বিএনপি-জামায়াতের পরিকল্পিতত ভাবে দেশকে অস্থিতিশীল করতে পদযাত্রার আয়োজন করেছে। তারা বর্তমান সরকারের উন্নয়ন দেখে মাথা খারাপ হয়ে গেছে। সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতেই মুলত এ পদযাত্রার আয়োজন করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই বলে জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত