কালকিনিতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ.লীগের শা‌ন্তি সমাবেশে ড.আবদুস সোহবান গোলাপ এম‌পি

| আপডেট :  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২  | প্রকাশিত :  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২

রিপোর্ট মো. সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপুরের কালকিনি ভুরঘাটা বাস টার্মিনালে বিএন‌পি-জামা‌তের সন্ত্রাস, নৈরাজ‌্য অপতৎপরতা ও স‌হিংসতা সৃ‌ষ্টির প্র‌তিবা‌দে বাংলা‌দে‌শে আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে সারাদেশের ন‌্যায় প্রতিটি ইউ‌নিয়ন পর্যায় মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে উপ‌জেলা আওয়ামী লী‌গের আ‌য়োজ‌নে ভূরঘাটা লোকাল বাসস্ট‌্যা‌ন্ডে উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা সিদ্দিকীর সভা‌পতি‌ত্বে উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদা‌রের সঞ্চালনায় এক শা‌ন্তি সমা‌বেশ অনুষ্ঠিত হয়েছে শা‌ন্তি সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এম‌পি এ সময় প্রধান অতিথি ব‌লেন বিএন‌পি জামাত অগণতা‌ন্ত্রিক পন্থায় পিছ‌নের দরজা দি‌য়ে ক্ষমতায় আস‌তে চায়।

এ সময় বক্তব‌্য রা‌খেন- উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারুক, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আবুল কালাম আজাদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মিধা, কালকিনি পৌর সভার মেয়র এস.এম. হা‌নিফ সরদার আওয়ামী লীগ নেতা ভব‌তোষ দত্ত, জেলা প‌রিষ‌দের সা‌বেক সদস‌্য সৈয়দ আবুল বাশার কালকিনি উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ম‌নিরুজ্জামান হাওলাদার, সাধারন সম্পাদক সরদার মো. নিজামুল হক মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট শারমিন জাহান হেলেনা কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা উপ‌জেলা মৎস‌্যলী‌গের সভাপ‌তি শাহাদাত সরদার, পৌরসভার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলি রহমানসহ বি‌ভিন্ন ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও বি‌ভিন্ন ইউ‌নিয়‌ন চেয়ারম‌্যানগণ আওয়ামী লী‌গের শা‌ন্তি সমা‌বেশে উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত