সোনারগাঁয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের পরিদর্শনে ইউপি চেয়্যারম্যান বাবু

| আপডেট :  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪  | প্রকাশিত :  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪

আল আমিন কবির, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের পরিদর্শন করেন মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ভাই।

১৩ ই ফেব্রুয়ারী সোমবার উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাড়ি মজলিস এলাকার সাধারন মানুষের ভোগান্তি লাগবে এই ড্রেনেজ ব্যবস্থা র কাজটি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় কাজটির অগ্রগতি পরিদর্শনে যান চেয়্যারম্যান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাপ হোসেন,সোনারগাঁ উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু,সুমন আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরিফ মাসুদ বাবু চেয়্যারম্যান গনমাধ্যমকে বলেন,
বেশিরভাগ ড্রেনই হয়ে পড়েছে অকার্যকর। কোথাও ড্রেন ভেঙে পড়ে রাস্তার সঙ্গে মিশে গেছে, কোথাও ভরাট হয়ে গেছে, কোথাও বাড়ি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে ড্রেন। আর অবশিষ্ট যে পরিমাণ ড্রেন রয়েছে, তা নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

ড্রেনেজ ব্যবস্থার এই দুরবস্থার কারণে অনেক জায়গায় বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। রাস্তায় জমে থাকছে পানি। কোথাও কোথাও হাঁটু পানি জমে মানুষ ও যান চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা,

তাই যুগের সাথে তাল মিলিয়ে আমার মোগড়াপাড়া ইউনিয়নের প্রতিটি উন্নয়ন কাজ সমপুর্ন করাই আমাদের দায়িত্ব,তিনি আরো বলেন জননেএী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়াই আমাদের উদ্দেশ্য

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত