দুমকিতে ইয়াবাসহ আবারও গ্রেফতার সাইফুল
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৭০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ফকির (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম ফকির আঙ্গারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার ফকিরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মধ্য জলিশা এলাকার আল মদিনা জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে সাইফুল ইসলাম ফকিরকে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ফকির গত ২২ সালের ১৮ নভেম্বর ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। যার মামলা এখনো বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম ফকিরের বড় ভাই জসিম উদ্দিন এই বছরের ২২ জানুয়ারি ১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতিতে বদ্ধপরিকর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত