ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন

| আপডেট :  ০৭ মার্চ ২০২৩, ০৫:১৩  | প্রকাশিত :  ০৭ মার্চ ২০২৩, ০৫:১২

আল আমিন কবির সোনারগাঁও,  নারায়ণগঞ্জ: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মোগড়াপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি সরকারী বিদ্যায়তনে কবিতা আবৃওি, রচনা, চিত্রাঙ্গন প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

৭ মার্চ (মঙ্গলবার) সকালে পুরস্কার বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের হল রুমে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে এ দিনটি পালন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন প্রতিযোগীতায় ১ ম স্থান অধিকার করেন হামদে রাব্বি, ২য় স্থান অধিকার করেন ৭ম শ্রেণীর মাহবুবুল আলম,এবং বিভিন্ন ইভেন্টে ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

এসময় মোগড়াপাড়া হরিদাস গৌড় গোবিন্দ শ্যামসুন্দর হরিদাস স্মৃতি সরকারী বিদ্যায়তনের প্রধান শিক্ষক হুমায়ন কবির বলেন, জাতির সংকটকালে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” বলে তার ভাষণের মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে মুক্তির জন্য ডাক দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। বাঙ্গালী জাতিকে শৃঙ্খলমুক্ত করতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সামগ্রিক দিক নির্দেশনা ছিল মুক্তির পাথেয় উল্লেখ করে জাতির অর্থনৈতিক মুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্য হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে দিবসটি পালন উপলক্ষে মোগড়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃওি ভাষন পরিবেশনেসহ বিভিন্ন ইভেন্ট আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের ছাএছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত