ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আ’লীগের আলোচনা-সভা ও দোয়া

| আপডেট :  ০৮ মার্চ ২০২৩, ০৬:০৯  | প্রকাশিত :  ০৮ মার্চ ২০২৩, ০৬:০৯

আল আমিন কবির, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নরায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুলাহ আল কায়সার হাসনাত এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূইয়া,এবং প্রধানবক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, এ ছাড়াও আরও উপস্থিত মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সমান্দি ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, উপজেলা আ’লীগের সাবেক সদস্য, আশরাফুজ্জামান, এডভোকেট ফজলে রাব্বি, এ ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।
প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাধে আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত।
সভায় সভাপতিত্বের বক্তব্যে কায়সার হাসনাত বলেন, বঙ্গবন্ধু এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের সফলতার ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের হাতে ক্ষমতা অর্পণের জন্য। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মেরাজ, আসাদুজ্জামান আসাদ,সালাম,সজীব,ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত