বগুড়ায় আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

| আপডেট :  ১১ মার্চ ২০২৩, ০৮:৩১  | প্রকাশিত :  ১১ মার্চ ২০২৩, ০৮:৩১

সুমন হোসেন, নিজস্ব সংবাদদাতা: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন “আনন্দ টিভি’র” পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।

১১ মার্চ শনিবার বেলা ১১ টায় আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ’র আয়োজনে, শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সৌরভ অধিকার শুভ’র সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানানো।

আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পৌর মেয়র জানে আলম খোকা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান পিএএ, অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা আনন্দ টিভি’র ৫ বছরের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা ও ভবিষ্যত উজ্জল সাফল্য কামনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত