তেরখাদায় এমপি আব্দুস সালাম মূর্শেদীর মতবিনিময় অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধিঃ খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় ও কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরষ্কার বিতরণ ও তেরখাদা উপজেলা আওয়ামীলীগ ও সকল ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।
গত বুধবার সকাল ১০ টায় তেরখাদা উপজেলার মোল্যা এহিউল ইসলাম হলরুমে তেরখাদা উপজেলার সকল ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন তেরখাদা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী।
পরবর্তীতে সাংসদ আব্দুস সালাম মূর্শেদী কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী তেরখাদা উপজেলা আওয়ামীলীগ ও সকল ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজা মিয়া। ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি জনাব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য ফ,ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের,জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ,উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু এবং তেরখাদা উপজেলার সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত