পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন আব্দুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ২০ এপ্রিল ২০২৩, ১০:০৮  | প্রকাশিত :  ২০ এপ্রিল ২০২৩, ১০:০৮

সবুজ খান, মাদারীপুর থেকে: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কালকিনি ও ডাসার মাদারীপুরের আংশিক সকল জনগণকে মাদারীপুর ৩ আসনের সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি বলেন, এই আনন্দঘন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মুহূর্ত অম্লান হোক।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটেছে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরোও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে মাদারীপুর জেলা সহ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি

এমপি গোলাপ আরও বলেন আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে, মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা যেনো আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করতে পারি।

রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের কে হেফাজত করেন।ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার,ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আসুক ও মাদারীপুর ৩ আসনের সকল জনগণের কাছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন তিনি বলেন শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো শেখ হাসিনার ভালো থাকলে দেশের জনগণ ভালো থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত