কালকিনি একাধিক বিদ্যালয়ের ভবনের শুভ উদ্বোধন করলেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ০৭ মে ২০২৩, ১২:৫০  | প্রকাশিত :  ০৬ মে ২০২৩, ০৮:৫৮

রিপোর্টার মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুরের কালকিনিতে একই দিনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের শুভ উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি।

শনিবার (৬ মে) সকাল ১০টায় চরফাতে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ৩টি বিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং আন্ডারচর মাহমুদিয়া ইসলামিক ফাজিল ডিগ্রী মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমি ভবন ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির চার তলা বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভউদ্বোধন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান সরদার, সি ডি খান ইউনিয়নের চেয়ারম্যান চান মিয়া সিকদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান আবদুল হাই, আওয়ামী লীগ নেতাক খরুম, কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাধারণ কাদের প্যাদা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বাবু, কালকিনি উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষারর্থী বৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত