কালকিনিতে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ১

| আপডেট :  ০৯ মে ২০২৩, ১২:২২  | প্রকাশিত :  ০৯ মে ২০২৩, ১২:২২

মাদারীপুর কালকিনিতে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি মোঃ সোহেল সরদার-(৩৫)কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। সোহেল সরদার আন্ত:জেলা মাদক সম্রাট নামে পরিচিত।

গ্রেফতারকৃত সোহেল সরদার পৌর এলাকার গোপালপুর গ্রামের হাকিম সরদারের ছেলে। রোববার দিবাগত রাত ৮ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।

গোপান সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের দিক নির্দেশনায় এএসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সোহেল সরদারকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে ওসি মো. শামীম হোসেন বলেন, সোহেল সরদারকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সোহেলের নামে অস্ত্র ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। এবং সে আন্ত:জেলা মাদক সম্রাট নামে পরিচিত। সোহেল সরদার র্দীঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত