সোনারগাঁর ৬ বিএনপি নেতা কারাগারে

| আপডেট :  ১৫ মে ২০২৩, ০৬:৫৫  | প্রকাশিত :  ১৫ মে ২০২৩, ০৬:৫৫

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির ৬ নেতাকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সোমবার (১৫ মে) বেলা ১ টায় জামিন শুনানির নির্দিষ্ট সময়ে নেতা কর্মীদের কে নিয়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান আদালতে পৌছালে তাদের কে ৯ ডিসেম্বর ২০২২ সালের নাশকতা মামলায় না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাগারে পাঠানো অন্যান্যদের মধ্যে রয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁও পৌরসভা ছাত্রদল সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রিয় নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত