চাকরি জাতীয়করণ চান নকলনবিশেরা
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের ঢাকা জেলা শাখার নবনির্বাচিত পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়।
ঢাকা জেলা শাখার সভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মো. হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
হেমায়েত উদ্দিন বলেন, ‘নকলনবিশদের অভিশপ্ত জীবন, দেখার কেউ নেই। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে আনার ঘোষণা দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো তাঁদের চাকরি জাতীয়করণ হয়নি। এমন অবস্থায় নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবি জানাই।’
ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা জেলার সহ-সভাপতি মামুন কাওছার, মো. আবদুল হাকিম, মো. মহিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক নূরে আলম, আবদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুরজাহান, কোষাধ্যক্ষ মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফুর রহমান, প্রচার সম্পাদক আবু সায়েম গাজী, মহিলা সম্পাদক ছাবিকুন্নাহার, সহ-মহিলা সম্পাদক নিশি আক্তার প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত