দুমকিতে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণায় আনন্দ মিছিল
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রলীগের দীর্ঘ ৪ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু সাইদের নেতৃত্বে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ১৭ জুন (শনিবার) ৪ বছর পর সম্মেলনের তারিখ নির্ধারণ করায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে অভিনন্দন জানিয়ে ১৭মে মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উল্লেখ্য দীর্ঘ ৪বছর পর দুমকি উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের আমেজ বইতে শুরু করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত