সোনারগাঁয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

| আপডেট :  ৩১ মে ২০২৩, ০৪:১০  | প্রকাশিত :  ৩১ মে ২০২৩, ০৪:১০

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ মে) সকাল ১০ কাইকারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ছেলে ও মেয়েদের মধ্যে প্রতিযোগীতা মূলক ভাবে উক্ত খেলা সম্পূর্ণ হয়।

এতে অংশ নেন সাচিলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কাইকারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাইকারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বিজয়ী হন।

প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরিফ মাসুদ বি,এ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কানিজ ফাতিমা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইকারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্ধিক, তপন মাহমুদ প্রমুখ।

শিশুদের নিয়ে ঝাকঝমকপূর্ণ এই ফুটবল ম্যাচের আয়োজন করেন মোগড়াপাড়া ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত