কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

| আপডেট :  ২১ জুন ২০২৩, ০২:০২  | প্রকাশিত :  ২১ জুন ২০২৩, ০২:০২

রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর কালকিনি থেকে: মাদারীপুর কালকিনিতে ৫২পিস ইয়াবাসহ মো. সাব্বির বেপারি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক হওয়া সাব্বির উপজেলার বাংলাবাজার গ্রামের লাল মিয়া বেপারীর ছেলে।

বুধবার সকালে থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এসআই মোঃ মিঠু ফকির, এসআই আরিফুর রহমান ও এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মিয়ারহাট বড় ব্রিজ সংলগ্ন মোজাফর হাওলাদারের দোকানের সামনে থেকে সাব্বিরকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।

এ বিষয় এসআই মোঃ মিঠু ফকির জানান, সাব্বির এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিম হোসেন বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত