রূপগঞ্জে কৃষি প্রনোদনা আওতায় বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুন) ২০২২-২৩ অর্থ বছরে খরিপ -২ এর ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ১০০০ কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুইয়া, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নুর, কৃষি সম্প্রসারণ অফিসার মোসাঃ ইশরাত জাহান, মো. মোয়াজ্জেম হোসেন, এসএপিপিও নেহা রঞ্জন রায় প্রমুখ।
পরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত