কালকিনিতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| আপডেট :  ২৩ জুন ২০২৩, ০৫:৩২  | প্রকাশিত :  ২৩ জুন ২০২৩, ০৫:৩২

রিপোর্ট মো. সবুজ খান মাদারীপুর কালকিনি থেকে: মাদারীপুর কালকিনিতে ব্যাপক আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

শুক্রবার (২৩) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. বেল্লাল হোসেন, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন জাহান হেলেনা কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ এমদাদুল হক সরদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিন মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, সাধারন সম্পাদক সরদার নিজামুল হক, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরিদ সরদার, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি রাসিদা বেগম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাহাদাৎ সরদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কহিনুর সুলতানা, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক হাসনা হেনা মুক্তি উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. কবির হোসেন বেপারী, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক কাদের প্যাদা সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, সাধারণ সম্পাদক সাহিন ফকির, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী বাশার সাধারণ সম্পাদক ডালি রহমান পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখুন সহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত