রূপগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও শোভাযাত্রা
আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার (২৩ জুন) রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ এ কর্মসূচি পালন করেন।
পূর্বাচল উপশহরের সমু মার্কেট আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, নর্থসাউথ আবাসন প্রকল্পের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন,নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভুইয়া, আওয়ামী লীগ নেতা মাছুম চৌধুরী অপু, ওমর ফারুক, সামসুল প্রধান, আবদুল্লাহ আল মামুন,নাজিল উদ্দিন কুসুম, অলিউল্লাহ, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়,রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আন্নী আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রাসেল আহম্মেদ পিস্টন , কালাম সরকার,ছাত্রলীগ নেতা কিরণ ভুঁইয়া, আজমীর ইসলাম,টিপু সুলতান, যুবলীগ নেতা জুলহাস, আক্তার হোসেন, জমির আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আওলাদ হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ।
পরে কেক কেটে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত