বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই মাথা উঁচু করে বলতে পারি আমি বাংলাদেশি: কায়সার

| আপডেট :  ২৩ জুন ২০২৩, ০৭:৩১  | প্রকাশিত :  ২৩ জুন ২০২৩, ০৭:৩১

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বর্ণাঢ়্য র‍্যালী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, আমার এই স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্য হয়েছে, আমার এই স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের জন্য এসেছে, তাই আমি আজ পরিচয় দিতে পারি আমি বাংলাদেশি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা উচু করে বলতে পারি আমি বাংলাদেশি।

২৩ শে জুন (শুক্রবার) বিকালে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক এক আলোচনা সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রধান প্রধান সরকে বর্ণাঢ়্য র‍্যালী ও শোভাযাএা বের করে বিভিন্ন বাদ্যবাজনা বাশি বাজিয়ে দলীয় পতাকা সহ র‍্যালীতে অংশ নেন সোনারগাঁয়ের সকল মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীরা মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে র‍্যালী নিয়ে ঢাকা চট্টগ্রাম হায়ওয়ে মহাসড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন।

দলটির ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত র‍্যালী ও শোভা যাএায় নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেএীত্বে একটি নতুন স্বপ্নের উন্মোচন করলো বলে দাবি করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সোনারগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলে দলে শতশত নেতাকর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলআমিন সরকার,নারায়নগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি হাজী সোহাগ রনি, কাচপুর থেকে মাহবুব খান, লিটন খান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আলি হায়দার, রাসেল আহমেদ যুবলীগের সহসভাপতি আরমান মেরাজ, রবিন আহমেদ,সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাগর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত