ইঞ্জিনিয়ার মাসুমের নির্দশনায় আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ়্য র‍্যালী

| আপডেট :  ২৪ জুন ২০২৩, ০২:০১  | প্রকাশিত :  ২৪ জুন ২০২৩, ০২:০১

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশে কয়েক হাজার নেতাকর্মীদের বিশাল র‍্যালি অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

শুক্রবার (২৩ জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের প্রবীণ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত র‍্যালির নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ৷

সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন ইঞ্জিনিয়ার মাসুম। তার নির্দেশে বিশাল র‍্যালীতে অংশগ্রহণ করেন পিরোজপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মেঘনা শিল্পানগরী শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ,
পিরোজপুর ইউনিয়নের সদস্য মোশাররফ হোসেন, যুবলীগ নেতা সাজিদ মাহবুব, শ্রমিক লীগ নেতা আসিফ আহমেদ আনিস, রাসেল সিরাজ, আওয়ামী লীগ নেতা কামাল ভান্ডারী সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত