কালকিনি থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর, কালকিনি থেকে: মাদারীপুর কালকিনিতে শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, বাংলাদেশ পুলিশের এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৪ জুন ২০২৩) সকালে থানা কনফারেন্স হলে রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আগত বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষের মুক্ত আলোচনা এবং আগত সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেন কালকিনি থানা অফিসার ইনচার্জ, শামীম হোসেন এবং প্রধান অতিথি মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা, ভাস্কর সাহা।
কালকিনি থানার আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আগত সর্বস্তরের জনগন।
এসময় আরো বক্তব্য দেন – কালকিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, চায়না খানম সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিল্টন ইব্রাহিম কালকিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বেপারী কালকিনি উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক কাদের প্যাদা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী বাশার সাধারণ সম্পাদক ডলি রহমান সহ সর্ব স্তরের জনগন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত