কালকিনিতে আপন ভাই ও ভা‌তিজাদের হা‌তে চাচা‌ খুন, গ্রেফতার ৪

| আপডেট :  ৩০ জুলাই ২০২৩, ০৫:১৯  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২৩, ০৫:১৯

রিপোর্ট মোঃ সবুজ খান, মাদারীপুর, কালকিনি থেকে: মাদারীপুরের কালকিনিতে জমিজমার বিরোধের জের ধরে কবির হাওলাদার-৬০ নামে এক কৃষককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে আপন ভাই ও ভা‌তিজা আস‌লিম ও আসলাম।

এ ঘটনায় প্রধান আসামী ছোট ভাই এইচ এম সবুরসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদ‌ন্দি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে।

রোববার দুপুরে থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও এলাকার সূত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলে আস‌ছিল। শনিবার বিকা‌লে ঐ জমিতে ক‌বির কাজ কর‌তে গে‌লে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর ও তার দুই ছে‌লে আ‌স‌লিম ও আসলাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পরে রাতেই এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে সবুর ও তার দুই ছে‌লে ও স্ত্রীসহ ৪জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে প্রধান অসামী এইচ এম সবুর, সহযোগী আসামী আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও স্ত্রী লিপি বেগমকে বিভিন্নস্থান থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করে।

নিহতের ছেলে ফরিদ হাওলাদার কান্নাজরিত কন্ঠে বলেন, আমার বাবার হত্যাকারী সবুর ও তার দুই‌ ছে‌লের ফাঁসি চাই।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমান আনিচ বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মোহুরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে তার ছে‌লে‌দের‌কে দি‌য়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। আসামীদের দৃষ্টান্তমূলক শা‌স্তি চাই।

এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার সদ্য যোগদানকৃত ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। দ্রুত অভিযান পরিচালনা করে সকল আসামী‌দেরকে গ্রেফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত