দুমকিতে চোরাইকৃত গরুসহ পুলিশের হাতে আটক ২
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে চোরাইকৃত গরুসহ মোঃ ঝন্টু হাওলাদার(৩৮) ও মোঃ আশিকুর রহমান(২৬) নামে দুই জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ ।
গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলার পায়রা সেতু টোল প্লাজার সংলগ্ন উত্তর পাশে পুলিশ চেকপোস্ট তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মগর ইউনিয়নের রায়াপুর গ্রাম হতে চুরি করে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় পায়রা সেতু টোল প্লাজায় তাদের আটক করা হয়। আটককৃত ঝন্টু হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানার প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে এবং আশিকুর রহমান বরিশালের রুপাতলির ২৬নং ওয়ার্ডের উত্তর জাগুয়ার আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে।
আটককালে তাদের কাছ থেকে একটি লাল রংয়ের বকনা বাছুর ও নীল রংয়ের একটি মিনি ট্রাক( রেজি নং বরিশাল মেট্রো ন-১১-০১৬৬) জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান বলেন, প্রথমিক ভাবে খোঁজখবর নিয়ে যানতে পারি আসামীদের নামে নলচিঠি থানায় মামলা হয়েছে। মামলা নং-১২, তারিখ-১৫/০৯/২০২৩, ধারা-৪৫৭/৩৮০। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ শহিদুল আলম সঙ্গীয় ফোর্স ও মামলার বাদী মোঃ শামীম হাওলাদার সহ অত্র থানায় উপস্থিত হয়। বাদী তার চোরাই যাওয়া বকনা বাছুর গরুটি শনাক্ত করিতে সক্ষম হয়। মামলার তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক উদ্ধারকৃত চোরাই বাছুর গরুটি এবং মিনি পিকআপ সহ আটককৃত আসামীদ্বয়কে সুস্থ অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে ছেড়ে দেই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত