রহনপুরে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৩, ০৭:০৫  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৩, ০৭:০৫

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রহনপুর পৌরসভার উপকারভোগীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৩ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে রহনপুর পৌরসভার আয়োজনে উপকারভোগীদের সাথে এই মতবিনিময় ও আলোচনা সভা হয়।

রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।

এই সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদর সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভকেট গোলাম কিবরিয়া হাবিব প্রমূখ । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণির পেশাজীবী, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

জিয়াউর রহমান এমপি দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য পুনরায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত