যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল
বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সকালে ডালাসে ৮০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হেনেছে। সঙ্গে ছিল জোর বৃষ্টি। এতে গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বিগ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে। মাঠ প্রস্তুত করে খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি বাতিল করে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা ছিলে বাংলাদেশ দলের। কিন্তু টর্নেডোর জন্য টিম হোটেল থেকে বের হতে পারেনি টাইগাররা। জরুরি অবস্থা জারি করা হয়েছে ডালাসে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। ভেঙ্গে গেছে সাইড স্ক্রিন।
বিশ্বকাপের ভেন্যু হওয়ায় দ্রুত স্টেডিয়াম সংস্কারের চ্যালেঞ্জ আয়োজকদের। নিউইয়র্কের আবহাওয়া ঠিক থাকলে ১ জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। সে উদ্দেশে আগামীকাল বুধবার (২৯ মে) ডালাস ছাড়বে নাজমুল শান্তর দল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত