আগামীকাল দেশে ফিরছেন সাকিব

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৭  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৭

 

বাংলাদেশ দলের সবশেষ ভারত সফরের টেস্ট সিরিজের মাঝেই সাকিব আল হাসান জানিয়েছিলে্, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্টের জার্সি তুলে রাখবেন। তবে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্টে তার খেলা নিয়ে ছিল ধোঁয়াশা।

বুধবার (১৬ অক্টোবর) অবশ্য আসন্ন সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণার পর সেটা দূর হয়।

সাকিব ইস্যুতে এক পর্যায়ে বিসিবিও নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি জানান, সাকিবের দেশে ফেরা এবং দেশ ত্যাগে কোনো বাধা নেই। এরপরই সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিসিবি সূত্রে জানা যায়, সাকিব আল হাসান আগামীকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন। শুক্রবার থেকে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শেষেই সাদা পোশাককে বিদায় বলবেন মিস্টার সেভেন্টি ফাইভ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত