সাকিব-তামিম-মুশফিকদের তৈরি করা স্টেজ ভাঙতে পারলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট’

| আপডেট :  ০৮ নভেম্বর ২০২৪, ০৬:২৩  | প্রকাশিত :  ০৮ নভেম্বর ২০২৪, ০৬:২৩

 

সাকিব, তামিম, মুশফিকরা যে স্টেজ সেট করেছেন, তা ভাঙতে পারলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট। মনে করেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। আর ক্রিকেটারদের মানসিক উন্নতির সঙ্গে, লক্ষ্য স্থির করে দিতে চান এই কোচ। কেন দীর্ঘদিন পর বিসিবিতে যোগ দিয়েছেন তাও জানিয়েছেন সালাহউদ্দিন।

দীর্ঘ ১৩ বছর পর আবারও জাতীয় দলের সঙ্গে কোচ সালাহউদ্দিন। মঙ্গলবার নিয়োগ পেয়ে, বুধবারই টেস্ট ক্রিকেটারদের নিয়ে নেমে পড়েন মিরপুরে। জানান, দীর্ঘদিন পর আবারও বিসিবিতে ফেরার কারণ।

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অনেক দিন ধরেই শুনছি বোর্ড দেশি কোচদের একটা প্ল্যাটফর্ম করে দেবে। সেই জায়গায় আমি যদি পথটা দেখাতে পারি, সেটা যত দিনের জন্যই হোক, আমার দেশি কোচরাও হয়তো ভালো করবে। পরবর্তী সময়ে যে সব দেশি কোচ আসবে বোর্ডের বিশ্বাস বাড়বে, মানুষের বিশ্বাস বাড়বে, জনগণের বিশ্বাস বাড়বে। সেই সঙ্গে কোচের নিজেরও বিশ্বাস বাড়বে যে আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি।

দেশীয় কোচদের দলের সঙ্গে যুক্ত করা নিয়ে অনেকদিন ধরেই চলছিলো নানা গুঞ্জন। যে কাজটি এবার করে দেখিয়েছেন নতুন সভাপতি, সালাউদ্দিনের বিসিবিতে যোগ দেয়ার পিছনে নিজের ইচ্ছার চেয়ে, ফারুক আহমেদের আগ্রহ বেশি প্রাধান্য পেয়েছে।

ঘরোয়া লিগের সঙ্গে যুক্ত থাকায়, ক্রিকেটারদের ভালোই চেনা সালাহউদ্দিনের। অভিজ্ঞতা ভাগাভাগির সঙ্গে, সেট করে দিতে চান ক্রিকেটারদের লক্ষ্য।

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ আরও বলেন, এইচপি বা অনূর্ধ্ব-১৯-এর খেলোয়াড়দের লক্ষ্য জিজ্ঞেস করলে বলবে জাতীয় দলে খেলতে চাই। স্বপ্নটা কিন্তু ওখানেই থেমে গেল। জাতীয় দলে খেললে এরপর কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে সেটা তারা জানে না। যারা এতদিন খেলছি, তাদের আসলে কী ধরনের লক্ষ্য হওয়া উচিত, মেন্টালিটি হওয়া উচিত, কীভাবে আরও বড় খেলোয়াড় হওয়ার জন্য নিজেকে মোটিভেট করা উচিত, এই ছোট ছোট কাজগুলো করে। বড় কাজ তা নয়। এই ছোট কাজগুলো যদি করা যায়, বিশেষ করে ড্রেসিংরুমে এবং ড্রেসিংরুমের বাইরে কীভাবে চিন্তা করবে, সেই চিন্তার জায়গাটা যদি আরও পরিষ্কার করে ধারণা দেওয়া যায়, তাদের আরও ভালো ভবিষ্যৎ সামনে আছে।

সালাউদ্দিনের মতে দেশের ক্রিকেট আরও এগিয়ে নিতে ভাঙতে হবে সাকিব, মুশফিক, তামিমদের অরা।

মোহাম্মদ সালাহউদ্দিন আরও বলেন, আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকেরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, ওটা যদি না ভাঙতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। (আমাদের কাজ) পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো খেলোয়াড় হতে পারে, বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়।

২০২৫ সালের মার্চ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন সালাহউদ্দিন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত