আইপিএল নিলাম সর্বশেষ কোন দলে কোন ক্রিকেটার
চলছে আইপিএলের মেগা নিলাম। তিন বছর পর পর হওয়া মেগা নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই দিনব্যাপী নিলামের প্রথমদিন আজ রোববার (২৪ নভেম্বর)। গোটা দুনিয়ার ক্রিকেট ভক্তদের চোখ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। কোন তারকা কোন দলে গেল, কত টাকায় কেনা হলো তাকে, ভক্তদের আগ্রহের জায়গা অনেক। এনটিভি অনলাইন যুক্ত হয়েছে আপনাদের কৌতূহল মেটাতে, নিলামের সর্বশেষ খবর জানতে থাকুন আমাদের সঙ্গে।
পাঞ্জাব কিংস
কখনও আইপিএলের শিরোপা জিততে না পারা পাঞ্জাব কিংস এবারের নিলামে সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লক্ষ রুপি নিয়ে হাজির হবে। মূলত খেলোয়াড় রিটেনশনের ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থায় তারা। অন্যান্য দলগুলো তারকা সব ক্রিকেটারদের রিটেনশন পদ্ধতিতে দলে নিলেও সেখানে মাত্র দুইজনকে নিয়েছে পাঞ্জাব। তাদের কেউই তারকা ক্রিকেটার নন। তারা হলে শশাঙ্ক সিংহ ও প্রভসিমরান সিংহ।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে পাঞ্জাব
অর্শ্বদীপ সিং (ভারত)—১৮ কোটি রুপি
শ্রেয়ার আইয়ার (ভারত)— ২৬.৭৫ কোটি রুপি
যুযবেন্দ্র চাহাল (ভারত)— ১৮ কোটি রুপি
মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)— ১১ কোটি রুপি
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)— ৪.২০ কোটি রুপি
গুজরাট টাইটান্স
আইপিএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি গুজরাট এবারও শক্তিশালী দল গড়তে মরিয়া। নিলামের আগে তারা পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে। এতে মোট ব্যয় হয়েছে ৫১ কোটি রুপি। অবশিষ্ট ৬৯ কোটি রুপি নিয়ে শুরু করেছে নিলাম। অবশ্য এত টাকা খরচ করলেও অভিজ্ঞ রশিদ-গিলকে ঠিকই ধরে রেখেছে দলটি। এই দুইজন ছাড়াও আছেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানের মতো ক্রিকেটাররা।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে গুজরাট
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)—১০.৭৫ কোটি রুপি
জস বাটলার (ইংল্যান্ড)—১০.৭৫ কোটি রুপি
মোহাম্মদ সিরাজ (ভারত)— ১২.২৫ কোটি রুপি
প্রসিদ কৃষ্ণা-৯ কোটি ৫০ লক্ষ
দিল্লি ক্যাপিটালস
নিলামের টেবিলে ৭৩ কোটি রুপি নিয়ে হাজির হয়েছে দিল্লি ক্যাপিটালস। চার ক্রিকেটারকে রিটেনশন করেছে তারা। এতে খরচ হয়েছে মোট ৪৭ কোটি রুপি। সেই হিসেবে নিলাম থেকে বড় কোনো তারকাকে ভেড়াতে প্রস্তুত দলটি। কখনও শিরোপা জিততে না পারা দলটির জন্য ভারসাম্যপূর্ণ দল গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দলটিতে আছেন অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পোরেল।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে দিল্লি
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)—১১.৭৫ কোটি রুপি
লোকেশ রাহুল (ভারত)—১৪ কোটি রুপি
হ্যারি ব্রুক (ইংল্যান্ড)—৬.২৫ কোটি রুপি
জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া)— ৯ কোটি রুপি।
ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
লখনৌ সুপার জায়ান্ট
২০২৪ আইপিএলে মাঠের বাইরের নানা কর্মকান্ডে বেশ বিতর্কিত হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এবার নিলামের আগে তারাও গুজরাটের মতো পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে। এতে খরচ হয়েছে ৫১ কোটি রুপি। হাতে আছে ৬৯ কোটি রুপি। দলটিতে আছেন নিকোলাস পুরান, রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব, মহসিন খান ও আয়ুশ বাদোনি।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে লখনৌ
ঋষভ পন্ত (ভারত)— ২৭ কোটি রুপি
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)— ৭.৫০ কোটি রুপি
এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)— ২ কোটি রুপি
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)— ৩.৪০ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএলের গত আসরের রানার্সআপ হায়দরাবাদ এবারও চমক দেওয়ার অপেক্ষায়। ২০২৪ সালে দারুণ ছন্দে থাকা দুই অসি ক্রিকেটার প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে ধরে রেখেছে তারা। পাশাপাশি আছে হেনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটারও। এছাড়া, দেশিদের মধ্যে অভিষেক শর্মা ও নিতীশ কুমার রেড্ডিরাও দ্যুতি ছড়াতে প্রস্তুত। এই পাঁচ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। অবশিষ্ট ৪৫ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করেছে হায়দরাবাদ।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে হায়দরাবাদ
মোহাম্মদ সামি (ভারত)—১০ কোটি রুপি
হারশাল প্যাটেল (ভারত)—৮ কোটি রুপি
ইশান কিশান (ভারত)—১১.২৫ কোটি রুপি
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২ কোটি ৪০ লাখ রুপি
রাহুল চাহার (ভারত)-৩ কোটি ২০ লাখ রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল ধরা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। মূলত কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি থাকায় দলটির জনপ্রিয়তা আকাশচুম্বী। এবারের নিলামে বড় অঙ্কের অর্থ নিয়ে হাজির হয়েছে আরসিবিও। রিটেনশনের সময় তারা দলে ভিড়িয়েছে বিরাট কোহলি, রজত পাতিদার ও ইয়াশ দয়ালকে। এদের কিনতে মোট খরচ হয়েছে ৩৭ কোটি রুপি। ফ্র্যাঞ্চাইজিটি নিলাম শুরু করেছে ৮৩ কোটি রুপি নিয়ে।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে বেঙ্গালুরু
লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)— ৮.৭৫ কোটি রুপি
ফিল সল্ট (ইংল্যান্ড)— ১১.৫০ কোটি রুপি
জিতেশ শর্মা (ভারত)-১১ কোটি রুপি
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১২ কোটি ৫০ লক্ষ
চেন্নাই সুপার কিংস
আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই এবারও শক্তিশালী দল গড়ার পথে। দলটি রিটেন করেছে রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনিকে। এতে তাদের খরচ হয়েছে মোট ৬৫ কোটি রুপি। বাকি ৫৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নিয়েছে তারা। দেখার বিষয় গত আসরে দলটিতে দারুণ খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে এবার তারা ডেরায় ভেড়ায় কি না।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে চেন্নাই
ডেভন কনওয়ে ( নিউজিল্যান্ড)—৬.২৫ কোটি রুপি
রাহুল ত্রিপাঠি (ভারত) — ৩.৪০ কোটি রুপি
রাচিন রবীন্দ্র ( নিউজিল্যান্ড)—৪ কোটি রুপি
রবিচন্দ্রন অশ্বিন (ভারত) — ৯.৭৫ কোটি রুপি
নূর আহমেদ (আফগানিস্তান)-১০ কোটি রুপি
কলকাতা নাইট রাইডার্স
আইপিএলের গত আসরের চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্স ফের একবার চমক দিতে মরিয়া। গত আসরের দলটিতে খেলেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। যদিও এবার তাকে রিটেন করেনি দলটি। তারা ছয় জন প্লেয়ারকে নিলামের আগেই রিটেইন করেছে। তারা হলেন রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, হারশিত রানা ও রামানদ্বীপ সিংহ। এতে তাদের ব্যয় হয়েছে ৬৯ কোটি রুপি। ৫১ কোটি রুপি নিয়ে আজ নিলাম শুরু করেছে দলটি।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে কলকাতা
ভেঙ্কটেশ আইয়ার (ভারত)—২৩.৭৫ কোটি রুপি
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)— ৩.৬০ কোটি রুপি
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)— ২ কোটি রুপি
রাজস্থান রয়্যালস
আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান। তবে, গত কয়েক আসরে ছন্দে নেই দলটি। এবারের নিলামের প্রথম দিনেও খুব একটা সরব দেখা যায়নি তাদের। নিলামের শেষদিকে এসে প্রথম প্লেয়ার দলে ভেড়ায় তারা।
আজ নিলাম থেকে যাদের নিয়েছে রাজস্থান
জোফরা আর্চার (ইংল্যান্ড)-১২ কোটি ৫০ লাখ রুপি
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)-৫ কোটি ২৬ লাখ রুপি
মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা)-৪ কোটি ৪০ লাখ রুপি
মুম্বাই ইন্ডিয়ান্স
আজ নিলাম থেকে যাদের নিয়েছে মুম্বাই
আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই এবারের নিলামে তেমন কোনো ঝলক দেখায়নি। প্রথম দিনের প্রায় পুরোটা সময়জুড়েই তারা অন্যদলগুলোর খেলোয়াড় কেনার দৃশ্য দেখেছে। শেষমেশ প্রায় পাঁচ ঘণ্টা পর প্রথম প্লেয়ার দলে নিল তারা।
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)-১২ কোটি ৫০ লাখ রুপি
২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত