আইপিএল নিলামে কোটিপতি ১৩ বছরের বিস্ময়বালক
রাজস্থান রয়্যালস প্রথমেই বৈভব সূর্যবংশীকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নিতে নিলামে হাত তোলে। এরপর দিল্লি ক্যাপিটালস এতে অংশ নেয়।
দুই দলের প্রতিযোগিতায় দ্রুতই দাম ১ কোটি রুপির সীমা ছাড়িয়ে যায়। তবে দিল্লি ক্যাপিটালস ১ কোটি ১০ লাখ রুপিতে কিছুটা ইতস্তত করায় নিলাম থেকে সরে দাঁড়ায়। ফলে ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।
এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা বিস্ময়বালক আইপিএলের নিলামে!এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা বিস্ময়বালক আইপিএলের নিলামে!
ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
বৈভব সূর্যবংশী এক বছরেই ৪৯টি সেঞ্চুরি করেছেন, যা একটি অসাধারণ কীর্তি। মাত্র ১৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাটিং প্রতিভা তাকে তার বয়সের তুলনায় অনেক এগিয়ে রেখেছে। তাকে দেখে মনে হয় যেন একজন অভিজ্ঞ ক্রিকেটার ব্যাটিং করছেন, অথচ তার বয়সে অনেক তরুণদের জন্য এই ধরনের সাফল্য পাওয়া খুবই কঠিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত