ধবলধোলাই বাংলাদেশ: হোয়াইটওয়াশের পর মিরাজ যা বললেন

ওয়ার্নার পার্কে এর আগে কখনও ৩০০ এর বেশি রান তাড়া করে কেউ জিততে পারেনি। তাই জিততে হলে রেকর্ডই গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। আর হলো সেটাই। অভিষিক্ত আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ২৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিল স্বাগতিকরা। এমন ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
হারের কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের জন্য আজকের দিনটি খুব কঠিন ছিল। তবে ব্যাটসম্যানরা ভালো করেছে, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জুটি গড়েছি। সৌম্য, জাকের এবং মাহমুদউল্লাহ—সবাই চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে। তবুও, আমরা বোলিং বিভাগে আরও ভালো করতে পারতাম। বিশেষ করে, মাঝের ওভারগুলোতে উইকেট নিতে না পারাই আমাদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি।’
মিরাজ আরও যোগ করেন, ‘রিয়াদ ভাই অসাধারণ খেলেছেন। এই সিরিজে তিনি তিনটি অর্ধশতক করেছেন, যা আমাদের দলের জন্য দারুণ ইতিবাচক একটি দিক। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণ খেলোয়াড়দের জন্য দায়িত্ব নেওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু দুঃখজনকভাবে তারা তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমরা জানি আমাদের কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। ‘
উল্লেখ্য, মিরাজ, সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ৩২১ রানের বিশাল সংগ্রহ করেছিল বাংলাদেশ। সবাইকে ছাপিয়ে আমির জাঙ্গু ওয়ানডে অভিষেক স্মরণীয় করে নিলেন। ৪ উইকেটের জয়ে বাংলাদেশকে ৩-০ তে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত