দেশে পৌছেছেন সাকিব-মোস্তাফিজ
আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। একটি চার্টার্ড ফ্লাইটে আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুর সাড়ে তিনটায় ঢাকায় পা রাখেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। নিয়মানুযায়ী তাদের এখন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
সাকিব তার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন রাজধানীর হোটেল ফোর পয়েন্টসে। অন্যদিকে সস্ত্রীক মুস্তাফিজ কোয়ারেন্টিনে থাকবেন হোটেল সোনারগাঁওয়ে। আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন এ দুই ক্রিকেটার, তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন তারা। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ নিয়মিত খেললেও কোলকাতা নাইট রাইডার্সের হয়ে সেটি হয়নি সাকিবের। তিন ম্যাচ খেলার পর আর একাদশে সুযোগ পাননি তিনি।
মহামারী করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড ভারত। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা হানা দিয়েছে আইপিএলেও। তাই মাঝপথেই স্থগিত করা হয় টুর্নামেন্ট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত