বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার ​চিরনিদ্রায় শায়িত হলেন

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ১১:৪১  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ১১:৪১

বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত অভিনেতা দিলীপ কুমার চিরন্দ্রিায় শায়িত হলেন। বুধবার (৭ জুলাই) বিকেলে তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দিলীপ কুমারের বয়স হয়েছিল ৯৮ বছর।

এর আগে এই অভিনেতাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। তার মরদেহ ভারতের জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এছাড়া প্রিয় তারকাকে শেষবার বিদায় দিতে ঘনিষ্ঠজনদের পাশাপাশি সহকর্মী এবং ভক্তরাও হাজির হয়েছিলেন।

গত ৬ জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি। তবে সফল প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তাঁর সেই সমস্যার সমাধান হয়েছিল। ৫ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান দিলীপ।

দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন। তিনি তার অভিনয় জীবন জুড়ে অনেক পুরস্কার পেয়েছেন ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।

তিনি ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ তে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। আর তা ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে তার জন্মদিন উপলক্ষে তাকে প্রদান করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত