‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে নিয়ে রাজস্থানের মজার টুইট
আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে নারায়ণগঞ্জের ‘সোনারগাঁও হোটেল’ এ ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। আইপিএলে থেমে গেলেও থেমে নেই রাজস্থান রয়্যালসের মুস্তাফিজ বন্দনা।
মুস্তাফিজকে নিয়ে যেন বিষ্ময় কাটছেই না রাজস্থান রয়্যালসের! আজ ভেরিফাইড টুইটার ও ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে পোস্ট করেছে তারা। ছবিতে বুঝা যায়, একটি লোকের সামনে যখন কিছু কাটার রাখা হয় তখন সে অসন্তোষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়। এরপর কাটারের জায়গায় মুস্তাফিজের ছবি দেওয়া হয়। তখন লোকটির মুখে হাসি ফিরে আসে এবং ‘ইয়েস’ বলার ভঙ্গিমা করেন।
মুস্তাফিজুর রহমানের আইপিএলটা দারুণ কেটেছে। রাজস্থানের হয়ে সবকটি ম্যাচেই খেলেছেন তিনি। ৭ ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। পাওয়ার প্লে ও স্লগ ওভারে বোলিং করেও ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ২৯ করে। তবে ব্যাট হাতে তেমন সুযোগ পাননি ‘দ্য ফিজ’। ভাগ্য সহায়তা করলে আরো কিছু উইকেট পেতে পারতেন এই কাটার মাস্টার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত