চেটেপুটে আম খেয়ে ভাইরাল মিমি চক্রবর্তী

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ০৭:২১  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ০৭:২১

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। পরনে লালপাড়ের শাড়ি, কপালে লাল টিপ। কানে, হাতে, গলায় সোনার গহনা। যেন ষোল আনা বাঙালি বধূ। এমন বেশে আমের রসে মজেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার প্রিয় ফল আম। আর তাই আম খাওয়ার লোভ কখনোই সামলাতে পারেন না।

মিমি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, তাতে চেটেপুটে আম খেতে দেখা যায় এই তৃণমূল সাংসদকে। ভিডিওর শুরুতে তাকে বলতে শোনা যায়- এটা আমার আম জিন্দিগি।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে আলোচনা।

কিছুদিন আগেই একটি ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মিমি। বাঙালি বধূর বেশে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। সেই পোশাকেই নতুন এই ভিডিওটি শুট করা। ভিডিওতে মিমি জানান, ফলের রাজা আমই তার সবচেয়ে প্রিয়। তাই শুটিংয়ের অবসরে আমের স্বাদে মজেছিলেন। চেটেপুটে আম খাওয়া উচিত বলেও জানান এই নায়িকা।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সংসদ সদস্য ও টলিউড তারকা মিমি চক্রবর্তী। কসবায় টিকাকরণ শিবির থেকে ভুয়া করোনা টিকা নেওয়ার চারদিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত