রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই: ফখরুল

| আপডেট :  ০৯ আগস্ট ২০২১, ০৪:৫৮  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২১, ০৪:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। আজ সোমবার (৯ আগস্ট) অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা তরুণ আছেন, যুবক আছেন তাদের সামনে এগিয়ে আসতে হবে, তাদের সাহস নিয়ে রাজপথে আসতে হবে। রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। সেই রাজপথে আসার জন্য শক্তি সঞ্চয় করে আমাদের সামনের দিকে এগোতে হবে। মির্জা ফখরুল বলেন, নিজের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের সকলকে সাথে নিয়ে একসাথে যেতে হবে। আমাদের বাম-ডান, দক্ষিণ-পশ্চিম সকলকে একসাথে করতে হবে এবং সকলকে একসাথে এই ভয়াবহ দানবীয় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আমলা নির্ভরতার কারণেই করোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সরকার। তিনি বলেন, সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। শুরু থেকে বিএনপির পক্ষ থেকে করোনা মোকাবিলায় যেসব সুপারিশ করা হয়েছে তা আমলে নেয়নি সরকার। দলীয়করণ আর দুর্নীতির কারণে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও মন্তব্য করে বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন বলেন, সব ক্ষেত্রেই লুটপাটকে গুরুত্ব দিচ্ছে সরকার। বিভিন্ন সময়ে অপরিকল্পিত লকডাউনে করোনা পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত