আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় ছাত্রলীগের অভিযোগ
আফগানিস্তানের অবস্থাকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগ করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার গণমাধ্যমকে বলেন, নিয়মিত মামলার আবেদন হিসেবে এটি গ্রহণ করা হয়েছে। আবেদনটি সাইবার সেলে পাঠানো হবে। তাদের পর্যবেক্ষণের পর মামলা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর কাবুল বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। মঙ্গলবার (১৭ আগস্ট) অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত