সাংবাদিকদের সঙ্গে বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময়

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৪  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৪

আসিফ বাঁধন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান শ্রীনগর) আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর শেখ মোঃ আব্দুল্লাহর নিজ বাড়িতে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির নেতাকর্মীর কর্মকান্ড ও আগামী করনীয় ,উন্নয়ন,সংবাদ কর্মীদের স্বাধীন ভাবে মতপ্রকাশ,মাদক, সন্ত্রাসী নির্মুল সহ বিভিন্ন বিষয় উঠে আসে।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা তারেক রহমানের নির্দেশ বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি, জবরদখল,বলপ্রয়োগ সহ কোন প্রকার অন্যায় কাজ যেন করতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমিও যদি কোন প্রকার অন্যায় কাজ করি সেটাও আপনারা নির্দ্বিধায় লিখবেন। পরিশেষে স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সত্য তথ্য প্রকাশ করার অনুরোধ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) অহিদুল ইসলাম অহিদ।

ও সিরাজদিখান উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত